ঘরের ভেতরে আমি অন্য এক আকাশের ছবি দেখি,
জানালার পর্দ্দাগুলি চিরকাল গোপনতা খুঁজে।
জানি, সমুদ্রশৈবাল কোনোদিন নিজের দেহের ভাঁজে
সমুদ্র খুঁজে না, তবু ধ্বসে পড়ে বালিয়াড়ি,
চকমকি ঠুকে কেউ আগুন জ্বেলেছে তবে?
কারা আজ জলের গভীরে দিল ডুব,
তুলে আনে শঙ্খের গুঞ্জন, তবু দিগন্ত প্রাসারিত হলে চিরকাল-
দেখি রাত, প্রতিটি তারার ইশারা সরে যায় মৃত্যুর থেকে বহুদূরে।
প্রকাশিতব্য তমসাপ্রবঞ্চনা কাব্যগ্রন্থ থেকে —
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, অনর্থযাপন — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।