আজ সবাইকে ছুটি দিলাম যাও
বিশ্বাস না হয় দেখ, পথে তাকিয়ে?
একটা মাত্র গাড়ী, হোম ডেলিভারী
বাকি সবাই ব্ল্যাংকেটের তলায়
বাড়ী বাড়ী বাজাতে পার ডোরবেল,
দরজা খুললে আমায় দেখিয়ে দিও।
সত্যি বলছি, সবাইকেই ছুটি দিয়েছি
আজ পথগুলো সব কেবল আমাদের
বল, কোনদিকে যাবে, পূব পশ্চিম?
নাকি উত্তুরে নিবিড় এভারগ্রীন?
দক্ষিণে জল, ছলছল, যেতেও পার
আজ পূর্ণিমা, চাঁদকে বলেছি খুব সাজতে
আজ শহরের সবগুলো ট্র্যাফিক আলো
শুধু তোমার জন্যে জ্বলবে নিভবে, দেখ!
কেন যে চোখে কৌতুক নিয়ে তাকাও অমন
বিশ্বাস করলেই সব অসম্ভব নিমেষেই সম্ভাবনায়!
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, তোমার জন্যে
আপ-2- ডেট
অনন্য