বসন্ত,
বসন ত্বরণ কর …
কুহুকুহু … কুহুতানে … সবুজ পোষাকে …
পাতায় পাতায় … গাছের শাখায় …
মদনরঙীন
ফুলেল ধনুকে থেকে ছিলার যোজনে
বাঁকানো যায় এমন মন, জাগাও কথায় …
পার্থিব সবুজকামী
ধূসর ধরায়,
বসনবিহীন অনাথ শিশুর রাষ্ট্রকুঞ্জে…
বসন্ত
বসন ত্বরণ কর—
যে ভাবে
ঝুলবারান্দায়
সবুজ কোয়ারেণ্টাইনে
(পৃথিবীর রেপ্লিকার মত) ঝুলে থাকা টবে
ঘ্রাণের উৎসবে
করবীর মন
ফুটে আছে ফুলময়
সৌন্দর্য্যশোভিত ভারে …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বসন্ত