নদী পেরোলেই স্মৃতিগন্ধময় জমাট আঁধার,
সৌরকরোজ্জ্বল এই হাতছানি,
পাঁচটি আঙুল শুধু কার কথা বলে?
ক্ষুধার্ত্ত চিৎকারে মিশে যায় আমাদের স্পর্শের মর্ম্মর ধ্বনি-
বায়ু আর বায়ুহীনতার কূটাভাস, তরঙ্গমথিত দেহে ফিরে আসে।
এই ঘুম, কবে আর চেনা হল সময়ের উদ্ভ্রান্ত চোখের!
ভ্রান্তির আজন্ম পরবাসে তাই গুম হয়ে থাকি,
তবু কেউ কেউ নদী মানে স্রোতের গিমিক শুধু মনে ধরে রাখে!
প্রকাশিতব্য তমসাপ্রবঞ্চনা কাব্যগ্রন্থ থেকে —
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, নদী — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।