ওঁ সূর্য্যং নমঃ
সুন্দর দেখার পথে কোথাও যাব না এখন
বসে থাকব এখানে
কফির টেবিলে
জীবনচরিত
বিগতপথের বিষাদ হরণে
ধূমায়িত
কফির পেয়ালা থেকে
আয়েশি চুমুকে
নেব
অমিয় পিপাসা! …
ভেজা হাওয়ার নিমন্ত্রণে
কোমল আলোর স্নানে
দেখব পলকহারা
ডিমের কুসুমরাঙা টিপ শোভিত কপালে
পৃথিবীর
প্রথম সূর্য্যোদয়!
ঢেউছুঁইছুঁই … সমুদ্রসৈকতে …
ফরেষ্ট হিলের
ক্যাফে
সকালচর্চ্চায়
পৃথিবীর প্রথম সূর্য্য
উঠছে
ভোরের কপালে …
ভোর > দিবসের সুবহ চেতনা! …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, সূর্য্যোৎসব : সকাল চর্চ্চার উপাখ্যান — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।