কবিতা বিশদ পিপাসা

অসামান্য জল, কেমন আছে(ন)?
আমি
সামান্য শিশির, বলছি—
অসামান্য জলের ধারায় মিশে যায়
সামান্য শিশির!
সামান্য শিশিরে রূপ পায়
অসামান্য জলের ধারা—
আমি ও আপনি
রূপভেদে
সামান্য শিশির ও অসামান্য জল,
অসামান্য জল ও সামান্য শিশির।
শিশিরকণায়
উঁকিপরায়ণ পিপাসার জল
তবুও (বি)ভ্রমে
জীবনেষু
করিছে ভ্রমণ নিখিল সন্ধানে …
চাহে না বুঝিতে, কাজলা দীঘীর মনে
গহীন পিপাসা মিটে যদি
তবে বিশদ সমুদ্র নেই প্রয়োজন! …

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বিশদ পিপাসা — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *