শিল্প
ধর্ম্মসম্মত না হয় যদি … তবে
ধর্ম্ম শিল্পসম্মত নয় …
কিন্তু
জীবন শিল্পময়! …
এবং
অদৃশ্য ভাস্কর জানে
মানুষ
বিমূর্ত্তের গর্ভে মূর্ত্তমান জীবন্ত ভাস্কর্য্য—
দৃশ্যের সৌন্দর্য্যে প্রকাশিত অদৃশ্যের নন্দনকানন …
এবং আমরাও …
শিল্পের
সত্তার সত্যায়ণে
এইটুকু বলিতেছে,
কালসময়কামনাপ্রিয়
টবজ অর্কিড,
প্রস্ফুটিত গোলাপ, কামিনী,
পথের ধারে ফোটা নামহারা ফুল …
এবং
সৃজনের নন্দনকাননে প্রকাশিত
‘সর্ব্ব সত্তা’ …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ফতোয়া — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।